হাওর বার্তা ডেস্কঃ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুধবার ভোরে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। অন্যদিকে, ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আড়াই বছরেরও বেশি সময় ধরে পরাজয়ের স্বাদ পায় না ফুটবলের অন্যতম পরাশক্তি দল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বুধবার ভোর সাড়ে ৫টায়। এরই মধ্যে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবু মেসিহীন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে জিততে মরিয়া। বাছাই পর্বে ১৪ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দলটি।
ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনারও আগে। বাছাই পর্বে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। বিশ্বকাপ বাছাই পর্বে ২০১৫ সালের পর টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে ব্রাজিল। গত ম্যাচে ইকুডয়ের বিপক্ষে ড্র করা ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চাইবে নিশ্চিত। ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৬টায়।