বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের
জাতীয় স্কেলে বেতনের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময় ধাপে ধাপে বেতন বৃদ্ধি হতে হতে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে।
তারা বলেন, পরিতাপের বিষয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে মানবতার জীবন-যাপন করছে। ১৯৯৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা পূরণ হয়নি।
সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মহাসচিব কাজী মোখলেছুর রহমান, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, দফতর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।