হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মাছটি আলীপুরের বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি মার্কেট) বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এ সময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমান আলীপুর বিএফডিসি মার্কেটে।
বিএফডিসির গদির ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামের বাঁশখালীর একটি নামবিহীন ট্রলার ওই মাছটি আলীপুর ঘাটে নিয়ে আসে। পরে মেসার্স মহেশখালী ফিসের মালিক ইউসুফ হাওলাদার ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।