হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জের ধরে নাতির ছুরিকাঘাতে এক দাদি খুন হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় দাদির মৃত্যুর খবর নিশ্চিত হয়ে খুনি নাতিসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।
নিহত তাছলিমা বেগম (৬৫) উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে হৃদয় হাসান ও মুন্না। তারা নিহত তাছলিমা বেগমের নাতি।
জানা গেছে, মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিকেলে পারিবারিক কলহের জের ধরে তাসলিমা বেগমকে ছুরিকাঘাত করে তারই নাতি হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। পরে মুমুর্ষ অবস্থায় আহত ওই বৃদ্ধাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। হৃদয় হাসানের মা রানী বেগমকে আটক করা হয়েছে।