হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কুড়িলে মোটরসাইকেলের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী অজ্ঞাতনামা (২০) যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কুড়িল বিশ্বরোড শেওড়া ফুট ওভার ব্রিজ এলাকায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এসময় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. হাসান মিয়া নামের এক ব্যক্তি জানিয়েছেন, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় ওই যুবক রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।