হাওর বার্তা ডেস্কঃ জলবসন্ত আক্রান্ত হয়েছিলেন ভারতীয় পরিচালক রাজ চক্রবর্তী। কয়েকদিন অসুস্থ থাকার পর আবার সেরেও উঠছেন।
আনন্দবাজার অনলাইনের খবরে জানা গেছে, রাজ জানিয়েছেন ভালো আছেন। তার শরীরে কোনো অসুবিধা নেই। ৩০ ডিসেম্বর থেকে আগের মতই কাজে বের হতে পারবেন। কলকাতার বাড়িতেও ফিরবেন সেদিনই।
জলবসন্ত ছোঁয়াচে হওয়ায় রাজ চলে গেছিলেন হালি শহরের বাড়িতে। ছেলে ইউভান এবং শাশুড়ি লীলা চক্রবর্তীকে নিয়ে শুভশ্রী গেছিলেন কলকাতায়। রাজের দেখাশোনা করেছেন তার সহকারীরাই।
চূড়ান্ত ব্যস্ততার মধ্যে ছিলেন রাজ। বিধায়কের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসনও। আবার ২১ জানুয়ারি মুক্তি পাবে আটকে থাকা ছবি ‘ধর্মযুদ্ধ’।