এবারের কোপা দেল রে শিরোপাও উঠলো এফসি বার্সেলোনার ঘরে। অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেন লিওনেল মেসি। আর বার্সার অপর গোলটি পান নেইমার। এতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দুরন্ত তিন স্ট্রাইকারের এক মওসুমে সর্বাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন বার্সেলোনার আক্রমণভাগের এবারের তারকা ত্রয়ী মেসি-সুয়ারেজ নেইমার। ২০১১‘র মওসুমে মোট ১১৮ গোল নিয়ে রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েইন। এবার মওসুমে এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনা ট্রাইডেন্ট মেসি-সুয়ারেজ-নেইমারের গোল পৌঁছলো ১২০-এ। লাতিন আমেরিকান এ তারকা ত্রয়ীর সামনে সুযোগ থাকছে এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালেও। আগামী ৬ই জুন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার লড়াইয়ে নামবে এফসি বার্সেলোনা। চলতি মওসুম বার্সেলোনারা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ৫৮ গোল। উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের ২৪ ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের ৩৮ গোল। শনিবার ফাইনালে দাপুটে নৈপুণ্যে বার্সেলোনা তারকারা বল নিয়ন্ত্রণে রাখেন ম্যাচের ৭৩%। ১৯ মিনিটে মেসি ম্যাজিকে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝ মাঠের পার্শ্বরেখা থেকে বল পায়ে আগুয়ান মেসি বিলবাওয়ের চার খেলোয়াড়কে কাটিয়ে আদায় করেন অবিশ্বাস্য এক গোল। ৩৬ মিনিটে দলীয় নৈপুণ্যের প্রদর্শনীতে দারুণ গোল আদায় করেন নেইমার। ম্যাচের ৭৪ মিনিটে মেসির দ্বিতীয় গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। যদিও খেলা শেষের ১০ মিনিট আগে এক গোল শোধ দেন বিলবাও তারকা উইলিয়ামস। বার্সেলোনার এ জয়ে নিশ্চিত হয়ে গেলো এবার ট্রেবল শিরোপার গৌরবই পাচ্ছে ইউরোপের একটি দল। ইতিমধ্যে এবারের স্প্যানিশ লা-লিগা শিরোপাও উঠেছে এফসি বার্সেলোনার ঘরে। আর এবারের ইতালিয়ান কাপ ও সিরি আ’ লীগ শিরোপা শোভা পায় জুভেন্টাসের হাতে।
সংবাদ শিরোনাম
মাদ্রিদ ত্রয়ীর রেকর্ড ভাঙলো বার্সা ‘ট্রাইডেন্ট’
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫
- ৪৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ