১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বীর উত্তম জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন এই দলটি।
অনেক চরাই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে এই দলটি। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হওয়ায় সুবাধে এক সময়ে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন
বদরুদ্দোজা চৌধুরী।
বিএনপির এই ছোট ইতিহাসে কে কে ছিলেন বিএনপির মহাসচিব? দেখে নিন তাদের মেয়াদকাল।
প্রথম মহাসচিব : এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (১৯৭৮-৮৬) ৷
দ্বিতীয় মহাসচিব : ল্যাফটেন্যান্ট কর্ণেল আবু সালেহ মোহাম্মদ।
মোস্তাফিজুর রহমান (১৯৮৬-৮৭) ৷ তৃতীয় মহাসচিব : কে এম ওবায়েদুর রহমান (১৯৮৭-৮৮) ৷
চতুর্থ মহাসচিব : ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার (১৯৮৮-৯৬) ৷
পঞ্চম মহাসচিব : আব্দুল মান্নান ভূইয়া (১৯৯৬-০৭) ৷ ষষ্ঠ মহাসচিব : খোন্দকার দেলোয়ার
হোসেন (২০০৭-১১) ৷
সপ্তম মহাসচিব : মির্জা ফখরুল ইসলাম আলমগীর (২০১১-১৬, ২৯শে মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত) ২০১৬, ৩০শে মার্চ থেকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দেয়া হয় মির্জা ফখরুলকে।