ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রণদাপ্রসাদ সাহা ও বারী সিদ্দিকীর জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ১৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ নভেম্বর ২০২১, সোমবার। ৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৯৫- লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮৩০- প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৫৯- প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৯৮১- বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৩- তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।

জন্ম
১৮৬২- জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার গেরহার্ট হাউপ্টমান।
১৮৭৪- ডেনিশ প্রাণীবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী আগস্ট ক্রোঘ।
১৮৭৫- ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা।
১৮৯১- চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য।
১৮৯৬- বাংলাদেশি সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব রণদাপ্রসাদ সাহা। আর. পি. সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশে হাসপাতাল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন। পরবর্তীকালে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
১৯৫৪- বাংলাদেশের একজন লোকসংগীত শিল্পী এবং বংশীবাদক বারী সিদ্দিকী। তার গাওয়া শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, আমার গায়ে যত দুঃখ সয় প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৮৬- ভারতীয় নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।

মৃত্যু
১৮৫৬- প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্ত।
১৯২৩- সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৯৭০- বাঙালি টপ্পাগায়ক কালীপদ পাঠক।
১৯৮৭- বাঙালি গায়ক, সুরকার ও সংগীত শিল্পী শ্যামল মিত্র।
২০২০- দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তী ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।

দিবস
আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রণদাপ্রসাদ সাহা ও বারী সিদ্দিকীর জন্ম

আপডেট টাইম : ১২:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ নভেম্বর ২০২১, সোমবার। ৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৯৫- লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮৩০- প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৫৯- প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৯৮১- বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৩- তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।

জন্ম
১৮৬২- জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার গেরহার্ট হাউপ্টমান।
১৮৭৪- ডেনিশ প্রাণীবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী আগস্ট ক্রোঘ।
১৮৭৫- ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা।
১৮৯১- চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য।
১৮৯৬- বাংলাদেশি সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব রণদাপ্রসাদ সাহা। আর. পি. সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশে হাসপাতাল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন। পরবর্তীকালে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
১৯৫৪- বাংলাদেশের একজন লোকসংগীত শিল্পী এবং বংশীবাদক বারী সিদ্দিকী। তার গাওয়া শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, আমার গায়ে যত দুঃখ সয় প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৮৬- ভারতীয় নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।

মৃত্যু
১৮৫৬- প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্ত।
১৯২৩- সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৯৭০- বাঙালি টপ্পাগায়ক কালীপদ পাঠক।
১৯৮৭- বাঙালি গায়ক, সুরকার ও সংগীত শিল্পী শ্যামল মিত্র।
২০২০- দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তী ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।

দিবস
আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।