ঘুরে দাঁড়ানোর শত চেষ্টা করেও ব্যর্থ ইয়াহু। তাই অনলাইন সার্চ ও বিজ্ঞাপনসহ মূল ব্যবসা বিক্রি করতে চাইছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ জন্য তারা দাম ধরেছে ১ হাজার কোটি মার্কিন ডলার। আর এই দামে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
ইয়াহুর মূল ব্যবসা অধিগ্রহণের ইচ্ছে থেকেই বেশকিছু প্রাইভেট ইকুইটি ফার্মের সঙ্গে আলোচনা করেছে মাইক্রোসফট, দাবী প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম রি-কোডের। এক্ষেত্রে তৃতীয় কোনো দলের প্রবেশ চায় না সফট জায়ান্ট প্রতিষ্ঠানটি।
খবরে প্রকাশ, মূল ব্যবসা অধিগ্রহণের লক্ষ্যে ইয়াহুর সঙ্গে আলোচনা করছেন মাইক্রোসফটের অংশীদারিত্ব ও অধিগ্রহণ কৌশল বিভাগের প্রধান পেগি জনসন। আলোচনা এখনো ‘অনুসন্ধানমূলক’ পর্যায়ে রয়েছে বলে কোনো সিদ্ধান্তে পৌঁছেনি মাইক্রোসফট।
তবে মাইক্রোসফটের সিদ্ধান্তে পৌঁছাতে না পারার কারণ নিয়ে বিশেষজ্ঞদের মতামত, ১ হাজার কোটি ডলার নয়, ইয়াহু আরো বেশি অর্থ আশা করছে। সূত্র : ইকোনমিক টাইমস।