হাওর বার্তা ডেস্কঃ বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু থেকে বাঁচার জন্য এখন প্রয়োজন বাড়তি সতর্কতা। তবে এখন ডেঙ্গু থেকে বাঁচার জন্যও যেমন সতর্কতার প্রয়োজন তেমনই রোগাক্রান্তদের ব্যাপারেও সচেতন থাকা দরকার। ডেঙ্গু রোগে এখন দ্রুত রক্তের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চলুন জেনে নেয়া যাক প্লাটিলেট কী এবং রক্তে প্লাটিলেটসের সংখ্যা কমে যাওয়ার কারণগুলো।
ডেঙ্গু কীভাবে প্লাটিলেট কাউন্ট কমায়?
এডিস ইজিপ্টাই নামের একটি ভাইরাস সংক্রমিত মশার কামড়েই মূলত ডেঙ্গুরোগ ছড়ায়। রক্তে প্লাটিলেট কাউন্টের হ্রাসের কারণ হিসেবে থ্রম্বোসাইটোপেনিয়া নামক একটি অবস্থাকে দায়ী করা হয়। এটি সরাসরি অস্থিমজ্জা থেকে চাপসৃষ্টির ফলেই ঘটে। আবার সুস্থ প্লাটিলেটগুলোও সংক্রমিত প্লাটিলেটের সঙ্গে দ্রুত নষ্ট হয়ে যায়।
দ্রুত কমতে পারে প্লাটিলেট সংখ্যা
একজন সুস্থ ব্যক্তির শরীরে দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ প্লাটিলেট থাকে। কিন্তু একজন ডেঙ্গু সংক্রমিত রোগীর রক্তে প্লাটিলেট সংখ্যা ২০ হাজারে নেমে যেতে পারে। সেটা কখনো কখনো ১ দিনেও ঘটে যেতে পারে। সাধারণত, সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এটা ঘটতে পারে।
যেভাবে বুঝবেন প্লাটিলেট কমে যাচ্ছে
যেহেতু প্লাটিলেট রক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সংখ্যা হ্রাস ঘটলে শরীরে ব্যাপক পরিবর্তন ঘটে। প্লাটিলেট সংখ্যা কমে গেলে ত্বকে র্যাশ, চুলকানি, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, ক্লান্তিবোধ করা ইত্যাদি ঘটতে পারে।
প্লাটিলেট কমে যাওয়া সুস্থতায় বাঁধা
রক্তে প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া আপনার সুস্থ হয়ে ওঠারর পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি প্রায় ১০ শতাংশ ডেঙ্গুরোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
রক্তে প্লাটিলেট বাড়াতে যা করতে পারেন
থেরাপির মাধ্যমে রক্তের প্লাটিলেট সংখ্যা বাড়ানো সম্ভব। এছাড়া পেপে পাতার জুস, সবুজ শাক-সবজি, আয়রন, ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে।