হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তাড়াইল-সাচাইল ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. সাঈম দাদ খান নওশাদ (লাঙ্গল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে মো. সাঈম দাদ খান নওশাদ ২ হাজার ২১৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ৬৬৫ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪৪৮ ভোট।
প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী শরিফুল মাহমুদ শোয়েব (চশমা) পেয়েছেন ১ হাজার ৬৫৮ ভোট।
অন্যদিকে দলীয় অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মঞ্জুরুল হক (হাত পাখা) ২৪১ ভোট পেয়েছেন।
নির্বাচনে মোট ২০ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রদত্ত ভোটের শতকরা হার ৭৩.৭৯ ভাগ।