বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারকারীরা জাতীয় শত্রু বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
দেশের সেবা খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে এনবিআর সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, ‘এর মাধ্যমে বছরে প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।’