ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার। প্রো-III মডেলের ই-স্কুটারটি ডুকাটি আর্বান ই-মোবিলিটি লাইনআপের পণ্য গুলোর মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অত্যাধুনিক স্কুটার, বলে দাবি সংস্থাটির। ডুকাটি প্রো-III ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৮০ হাজার। তবে সর্বপ্রথম ভারতের বাজারেই আসবে এই বৈদ্যুতিক স্কুটারটি।

ডুকাটির এই মডেলে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ঘণ্টায় ২৫ কিলোমিটার গতি সরবরাহে সক্ষম। স্কুটারটির ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৪৬৮ ওয়াট আওয়ার। ফুল চার্জ করে নিলে একটানা প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এটি।

এটি এনএএফসি প্রযুক্তির সঙ্গে এসেছে। বৈদ্যুতিক স্কুটারটি চালুর জন্য ব্যবহারকারীকে এনএফসি চিপ নির্মিত একটি টোকেন কার্ড সেটির ডিসপ্লের কাছাকাছি আনতে হবে। অর্থাৎ টোকেন থাকলে তবেই ডুকাটি প্রো-III ব্যবহার করা যাবে। যে কারণে চুরি হওয়ার দুশ্চিন্তাও থাকবে না ব্যবহারকারীর। আবার স্মার্টফোন চার্জ দেওয়ার জন্যও ইউএসবি-সি পোর্ট থাকছে এতে।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার

আপডেট টাইম : ১২:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার। প্রো-III মডেলের ই-স্কুটারটি ডুকাটি আর্বান ই-মোবিলিটি লাইনআপের পণ্য গুলোর মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অত্যাধুনিক স্কুটার, বলে দাবি সংস্থাটির। ডুকাটি প্রো-III ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৮০ হাজার। তবে সর্বপ্রথম ভারতের বাজারেই আসবে এই বৈদ্যুতিক স্কুটারটি।

ডুকাটির এই মডেলে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ঘণ্টায় ২৫ কিলোমিটার গতি সরবরাহে সক্ষম। স্কুটারটির ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৪৬৮ ওয়াট আওয়ার। ফুল চার্জ করে নিলে একটানা প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এটি।

এটি এনএএফসি প্রযুক্তির সঙ্গে এসেছে। বৈদ্যুতিক স্কুটারটি চালুর জন্য ব্যবহারকারীকে এনএফসি চিপ নির্মিত একটি টোকেন কার্ড সেটির ডিসপ্লের কাছাকাছি আনতে হবে। অর্থাৎ টোকেন থাকলে তবেই ডুকাটি প্রো-III ব্যবহার করা যাবে। যে কারণে চুরি হওয়ার দুশ্চিন্তাও থাকবে না ব্যবহারকারীর। আবার স্মার্টফোন চার্জ দেওয়ার জন্যও ইউএসবি-সি পোর্ট থাকছে এতে।

সূত্র: এনডিটিভি গ্যাজেট