অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যাল। দেশের অন্যতম এই উচ্চ শিক্ষাঙ্গেন প্রথমবারের মতো নারী উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতারকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক কামরুল

হুদা। ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হলেন।

গতবছরের ১৫ জুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি খালি ছিল।

১৯৮৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করা শিরীন আখতার ১৯৯৬ সালের ১ জানুয়ারি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে কিছুদিন শিক্ষকতা করেন তিনি।

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিইএচডি ডিগ্রি অর্জন করেন শিরীন আখতার। নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি সমৃদ্ধ জ্ঞানাগারে রূপান্তরে কাজ করে যাবেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর