ফেসবুক গ্রুপেও আসছে আয়ের সুযোগ

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক মাধ্যম ফেসবুক তাদের সেবার আরেকটি ফিচারেও আয়ের সুযোগ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি গ্রুপের মাধ্যমে অ্যাডমিনদের জন্য এ মনিটাইজেশন সুবিধা আনছে। নতুন কেনাকাটা, ফান্ড তৈরি এবং সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে এ আয় করতে পারবেন অ্যাডমিনরা। বার্ষিক কমিউনিটিস সামিটে নতুন এ ঘোষণা দিয়েছে ফেসবুক। এর মাধ্যমে গ্রুপের অ্যাডমিনরা যে কমিউনিটি তৈরি করেছেন, সেটি পরিচালনা করতে ও টিকিয়ে রাখতে সহায়ক হবে। নতুন পরিবর্তনের মাধ্যমে গ্রুপ অ্যাডমিনটা তিনটি উপায়ে আয় করতে পারবেন। প্রথম দুটি ফিচার কমিউনিটি শপস এবং ফান্ডরাইজার অবশ্য প্লাটফর্মের অন্য জায়গাতেও আছে। তবে তৃতীয় ফিচারটি একেবারেই নতুন।

তৃতীয় ফিচার সাবস্ক্রিপশন সুবিধা অ্যাডমিনরা নতুন ‘পেইড সাবগ্রুপ’ তৈরি করতে পারবেন। অ্যাডমিনরা তাদের গ্রুপের একটি ছোট সংস্করণ তৈরি করতে পারবেন, যেখানে অংশগ্রহণ করতে সদস্যদের মাসিক সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে হবে। তবে ফ্রি সাবগ্রুপ তৈরির সুযোগও রাখছে ফেসবুক। পেইড সাবগ্রুপের মাধ্যমে কোচিং, নেটওয়ার্কিং, এক্সক্লুসিভ কনটেন্ট শেয়ারিং কিংবা পেইড সেমিনার বা কর্মশালা পরিচালনা করে আয় করতে পারবেন অ্যাডমিনরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর