বাবর-রিজওয়ানে রেকর্ডবুকে তোলপাড়

হাওর বার্তা ডেস্কঃ জুটি বেঁধে রেকর্ড গড়তেই যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে রেকর্ড করার পর পাকিস্তানের অধিনায়ক-উইকেটরক্ষক জুটি আজও তোলপাড় ফেললেন রেকর্ডবুকে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগের তিন ম্যাচে রান তাড়া করা পাকিস্তান এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাটিং নেয়।

অবশ্য ১৮ রানেই আজ জুটি ভেঙে যেতে পারত যদি না রিজওয়ান রিভিউ নিতেন। জীবন পেয়েও পাকিস্তানের রানের চাকা কিছুতেই যেন এগোচ্ছিল না। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে দুই ওপেনার মিলে করেছেন ২৯ রান।

দশম ওভার থেকেই গিয়ার পরিবর্তন করা শুরু করেন এই দুই পাকিস্তানি। ১৪.২ ওভারে বাবর-রিজওয়ানের জুটি থেকে আসে ১১৩ রান।

১১৩ রানের জুটিতে নতুন দুটি রেকর্ডে নাম লেখান বাবর- রিজওয়ান জুটি

১। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম জুটি হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান।

২। ২০২১ সালে আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ওপেনিং জুটি (৪), যার তিনটি ১৫০+।

এই রেকর্ডে বাবর নিজে অবশ্য কিছু রেকর্ড করেছেন। সব ধরনের টি-টোয়েন্টিতে পাকিস্তানিদের মধ্যে শোয়েব মালিককে (৬৮) ছাড়িয়ে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি বাবরের (৬৯)।

আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বিরাটকে (১৩) ছাড়িয়ে রেকর্ডটি এখন বাবরের (১৪টি হাফ সেঞ্চুরি)। বাবরের এখানে লেগেছে ২৭ ইনিংস, বিরাটের লেগেছে ৪৪ ইনিংস।

     

    Print Friendly, PDF & Email

         এ ক্যাটাগরীর আরো খবর