বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম।
রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইন্সটিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়ার ভিশন জেগেছে তা হলো শেখ হাসিনা মুক্ত
বাংলাদেশের। উনার পোলা ২০০৪ সালেই গ্রেনেড হামলা করেছেন। শেখ হাসিনাকে মারবে এটাই তাদের ভিশন।
তিনি বলেন, কিন্তু যতই ষড়যন্ত্র হোক সেই ভিশন তুমি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না। তোমার পেট্রোল বোমার ভিশন যেমন ব্যর্থ হয়েছে, তেমনি এ ভিশনও ব্যর্থ হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপ-নেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।