হাওর বার্তা ডেস্কঃ বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি দাঁতের সমস্যায় ভুগছেন। তবে কারা সূত্র বলছে, সমস্যা গুরুতর নয়।
সূত্রটি আরও জানায়, আবারও মিন্নির দাঁতের চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। যেহেতু মিন্নি দণ্ডপ্রাপ্ত, আবেদন মঞ্জুর হলে তাকে আবারও বাইরে ডাক্তারের কাছে নেওয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলামের জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কাশিমপুর কারাগারে যোগাযোগ করতে বলেন তিনি।
গত বছরের ৩০ সেপ্টেম্বর বরগুনার দায়রা জজ আছাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জন আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানেই রয়েছেন মিন্নি। ওই বছরই ২৭ অক্টোবর অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।