হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।