,

image-475274-1634024436

ছাদ ফেটে বালিশে এসে পড়ল উল্কা

হাওর বার্তা ডেস্কঃ বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক নারী। হঠাৎ বাড়ির ছাদ ভেঙে বালিশের ওপর একটি পাথরের টুকরো এসে পড়ে। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। পরে জানা যায়, ওই পাথরটি আসলে উল্কা।

সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় রুথ হ্যামিলটন নামে এক নারীর সঙ্গে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, এই দুর্ঘটনার সময় ঘুমাচ্ছিলেন তিনি। কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গেছে। এরপরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন রুথ হ্যামিলটন।

ঘুম থেকে উঠে এ কাণ্ড দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি।

পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো এবং তা কয়েক কোটি বছরের পুরনো।

এ ঘটনা নিয়ে রুথ কানাডার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, কী ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। ভাগ্যের জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর