হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজারের কয়লারঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনায় দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কমপক্ষে ৭ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারে তুরাগে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল।
আজ শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়লাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।