হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রের কাছে গেলে সবার মধ্যেই একটা আলাদা ভালো লাগা কাজ করে। সমুদ্রের নোনা জলরাশি বেয়ে আসা হাওয়া গায়ে যেন এক অজানা প্রশান্তির আভা মেখে দিয়ে যায়।
সে জন্যই কিনা সমুদ্রসৈকতে দেখা যায় প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা। প্রকৃতির ছোঁয়া পেতে সময় পেলেই সবাই ছুটে আসতে চায় সৈকতে।
সারাবছর কাজ নিয়ে ব্যস্ত থাকা শিল্পীদের অনেকেই সময় পেলে ঘুরতে চলে যানে সমুদ্র সৈকতে। ঠিক তেমনি ব্যস্ততার মধ্যেও এক টুকরো অবসর খুঁজে নিতে পরিবারের সঙ্গে কক্সবাজার গেছেন ছোট পর্দার বড় তারকা মেহ্জাবীন চৌধুরী।
সেখানে প্রতি মুহূর্তে নিজেকে রাঙিয়ে নিচ্ছেন নোনা জলরাশিতে কিংবা সূর্যের আলোয় এবং ছড়াচ্ছেন উষ্ণতা।
কক্সবাজারে পৌঁছে নিজের সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন তিনি। আর জানান দিচ্ছেন ব্যস্ততার মাঝে একটু অবসর পেলে মনজুড়ে কতটা আনন্দ মেলে।