হাওর বার্তা ডেস্কঃ অক্টোবরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোর জন্য শুক্রবার তিতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ভিনিসিউস জুনিয়র, এদার মিলিতাও ও কাসেমিরোকে। রাখা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা মাতিয়াস কুনহাকেও। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোতে খেলা ব্রাজিলের ৮ ফুটবলারকে দলে ডাকা হয়েছে।
ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক:
অ্যালিসন বেকার, এদারসন ও ওয়েভারটন।
ফুলব্যাক:
দানিলো, এমারসন রয়্যাল, আলেক্স স্যান্দ্রো ও গুইলহের্মে আরানা।
ডিফেন্ডার:
থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদার মিলিতাও ও লুকাস ভেরিসিমো।
মিডফিল্ডার:
কাসেমিরো, ফাবিনহো, গার্সন, এভারটন রিবেইরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা ও এদেনিলসন।
ফরোয়ার্ড:
গ্যাব্রিয়েল জেসাস, অ্যান্থনি, রাফিনহা, গাবি, মাতিয়াস কুনহা, নেইমার জুনিয়র ও ভিনিসিউস জুনিয়র।