আমেরিকা থেকে বাংলাদেশ, ঘরে-বাইরে অশান্তি আর সংঘাত। শান্তিতে নেই পরাশক্তিগুলোও। এর মধ্যেও কিছু দেশ আছে, যেগুলো এখনো সুখে-শান্তিতে রয়েছে। সারা দুনিয়ার সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ অনুমোদিত একটি সংস্থা। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
এতে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ইউরোপের ডেনমার্ক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে একই মহাদেশের সুইজারল্যান্ড ও আইসল্যান্ড। এই তালিকার সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট আপডেট ২০১৬-এর তালিকায় এ তথ্য উঠে এসেছে।
বুধবার ইতালির রোম থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সুখী দেশের তালিকায় ১৩ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। সার্বিক বিবেচনায় বেশ সুখী
বলেই তালিকায় বিবেচিত হয়েছে দেশটি।
সে তুলনায় অনেক পিছিয়ে আছে যুক্তরাজ্য (২৩), জাপান (৫৩), রাশিয়া (৫৬) ও চীন (৮৩)। তবে সবচেয়ে অসুখী দেশ বরুন্ডির চেয়ে একটু এগিয়ে রয়েছে সিরিয়া (১৫৬) এবং আফগানিস্তান (১৫৪)।
দীর্ঘায়ু, দুর্নীতির নিম্নমাত্রা এবং জীবনপন্থা নির্বাচনে স্বাধীনতা, সামাজিক সুযোগ ও সহযোগিতা, হৃদ্যতা, সুখভোগের বৈষম্যের স্বল্পমাত্রা, মাথাপিছু আয়ের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুখী দেশগুলোর এ তালিকা তৈরি করা হয়েছে।
এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, মানবকল্যাণের সঠিক মূল্যায়নে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, আয় এবং সুশাসন পৃথকভাবে পরিমাপের চেয়ে মানুষের সুখ পরিমাপই উন্নততর মাপকাঠি হতে পারে। বলা হয়, সামাজিক অগ্রগতি এবং সরকারি নীতির লক্ষ্য হিসেবে সুখ একটি সঠিক মাপকাঠি হিসেবে দিন দিন বেশি গুরুত্ব পাচ্ছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি গবেষকদের সমন্বয়ে এসডিএসএন ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছর তারা চতুর্থবারের মতো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করল।
১৫৭ দেশের এই দীর্ঘ তালিকায় বাংলাদেশের অবস্থান ৭০তম। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান সূচকের বেশ নিচে। সূচকে ভারত ১১৮ ও পাকিস্তান ৯২ নম্বরে।
এই তালিকায় শীর্ষ ১০-এ রয়েছে- ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ১০ম স্থানে সুইডেন।
এর পরেই রয়েছে- ইসরাইল, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা, পুয়ের্তো রিকো, জার্মানি, ব্রাজিল, বেলজিয়াম, আয়ারল্যান্ড, ২০তম স্থানে রয়েছে লুক্সেমবার্গ