হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে।
এদিকে আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক কলোনির সাতটি রুম। ভোরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার সাঈদ মাস্টারের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
ভোরে ওই বাড়ির একটি রুমে হঠাৎ করে আগুন লাগে। পরে একে একে আরও ছয়টি রুম পুড়ে ছাই হয়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।