হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে দেবীপুর ইউনিয়নের খোশবাজারের নর্দার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার নেহালপাড়া গ্রামের সালাউদ্দীনের ছেলে সাজ্জাদ হোসেন (২৭) ও সরদারপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে শাকিল (২২)।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে মোটরসাইকেলে সাজ্জাদ হোসেন, শাকিল ও সাইফুল ইসলাম ঠাকুরগাঁওয়ে আসছিলেন। এ সময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় স্থানীয়রা তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।