হাওর বার্তা ডেস্কঃ সাইখম মীরাবাঈ চানু। এইমুহূর্তে দেশের অন্যতম আলোচিত নাম। টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগেই দেশে ফিরেছেন তিনি। মহিলাদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক্স ভারোত্তোলনে নিজ দেশের প্রথম রূপা।
এবার মুম্বাইয়ে পৌঁছে নিজের আরও একটি ‘স্বপ্ন’ সত্যি করলেন তিনি। সেই ‘স্বপ্ন’-এর নাম সালমান খান! ‘ভাইজান’ এর দেখা পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা অলিম্পিকজয়ী। বলিউড-তারকার সঙ্গে ছবি তুলে টুইটও করেছেন চানু।
ছবির সঙ্গে চানুর ক্যাপশন, ‘অনেক ধন্যবাদ সলমন স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সফল হল!’ অন্যদিকে, ‘টাইগার’-ও জানিয়েছেন রুপো পদকজয়ীর জন্য তিনি যারপরনাই খুশি। অনেক শুভেচ্ছা জানিয়ে সালমান জানিয়েছেন চানুর সঙ্গে দেখা করে তাঁরও দারুণ লেগেছে।
তবে গত বুধবার শুধু সালমান নন, শচীন টেন্ডুলকরের সঙ্গেও দেখা হয়েছে চানুর। শচীনের বাড়িতে গেছিলেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের দুটি ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চানু।