বড়শিতে উঠে এলো ১৬ কেজির কাতল

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে এক যুবকের বড়শিতে ১৬ কেজি ওজনের একটি কাতল ধরা পড়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় স্থানীয় যুবকদের বড়শিতে ওই বিশাল কাতলটি উঠে আসে। মাছটি নিজেরাই ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, ধরলা নদীতে বড়শি দিয়ে স্থানীয় মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে  মাছ ধরতে যান। একসময় মাছটি মামুনুর রশীদের বড়শিতে ধরা পড়ে। ৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি বুধবার ভোর ৪টার দিকে শুকনো স্থানে তুলতে সক্ষম হন।

শৌখিন মাছ শিকারি মামুনুর রশীদ বলেন, প্রতি বছরই বড়শি দিয়ে ধরলা নদীতে মাছ শিকারে যাই। তবে কখনই এত বড় মাছ ধরিনি। মাছটি আমরা নিজেরাই ভাগ করে নিয়েছি।

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, ধরলা নদীতে এত বড় মাছ আগে ধরা পড়েছে কিনা আমার জানা নেই। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন। মাছ বিক্রি না করে নিজেরাই আত্মীয় স্বজন মিলে ভাগ করে নিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর