ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরকারী কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুস্কৃতিকারী পারভেজ (৪০) কে আদালতের নির্দে শে কারাগারে পাঠানো। শনিবার (৩১ জুলাই) বিকালে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে ম্যুরাল  ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পারভেজকে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

 জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন।

তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি।

ম্যুরাল ভাঙচুরকারী পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। সে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের বিষয়টি সরেজমিনে দেখতে শনিবার (৩১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ঘটনাস্থল জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শনিবার (৩১ জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বেলা ১১টায় জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বসির উদ্দিন রিপন, যুবলীগ নেতা এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ম্যুরাল ভাঙচুরকারী দুর্বৃত্ত ও মদদদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে নব-নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের উদ্বোধনী নামফলক এবং ম্যুরালের কিছু অংশ ভাঙচুরের ঘটনা বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় জানাজানি হলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় চারদিকে নিন্দা ও ধিক্কারের ঝড় উঠে।

শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২৮) দায়ের করেন। ওইদিনই বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরকারী কারাগারে

আপডেট টাইম : ০৭:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুস্কৃতিকারী পারভেজ (৪০) কে আদালতের নির্দে শে কারাগারে পাঠানো। শনিবার (৩১ জুলাই) বিকালে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে ম্যুরাল  ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পারভেজকে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

 জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন।

তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি।

ম্যুরাল ভাঙচুরকারী পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। সে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের বিষয়টি সরেজমিনে দেখতে শনিবার (৩১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ঘটনাস্থল জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শনিবার (৩১ জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বেলা ১১টায় জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বসির উদ্দিন রিপন, যুবলীগ নেতা এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ম্যুরাল ভাঙচুরকারী দুর্বৃত্ত ও মদদদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে নব-নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের উদ্বোধনী নামফলক এবং ম্যুরালের কিছু অংশ ভাঙচুরের ঘটনা বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় জানাজানি হলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় চারদিকে নিন্দা ও ধিক্কারের ঝড় উঠে।

শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২৮) দায়ের করেন। ওইদিনই বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।