১২ দিন বন্ধ থাকার পরে আবারো চালু হলো বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হাওর বার্তা ডেস্কঃ ১২ দিন ছুটির পর শুরু হয়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ।

গত ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত  ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর (বিবিআইএন) বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম ১২ দিন বন্ধ রাখা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর