হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।
শুক্রবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের টিকাগ্রহণ সম্পন্ন করতেও সিদ্ধান্ত নেয়া হয়।