লকডাউনের কারণে ঈদের পরের দিন রাজধানী ছাড়ছেন জনগণ

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টায় কঠোর লকডাউন শুরু হবে। এর আগের দিন রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে যারা গ্রামের বাড়িতে যেতে পারেননি, তারা আজ বাড়িতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ‌্যায় রাজধানীর সদরঘাটে গিয়ে দেখা গেছে, পন্টুনে মানুষের ভিড়। লঞ্চের ছাদে এবং কেবিনের মাঝের গলিতেও অবস্থান নিয়েছেন যাত্রীরা।

হুলারহাটগামী ফারহান-৮ লঞ্চে দেখা গেছে, ভিড়ের কারণে লঞ্চের ভেতরে হাঁটা যাচ্ছে না। অতিরিক্ত যাত্রী নিলেও লঞ্চটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়নি। সন্ধ‌্যা ৬টায় লঞ্চটি সদরঘাট ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা ছেড়েছে সন্ধ‌্যা সাড়ে ৬টায়।

ঢাকা-বরিশাল রুটের লঞ্চ ‘কুয়াকাটা’র চিত্রও একই রকম। লঞ্চের ভেতর দাঁড়ানোর মতো জায়গাও নেই। অতিরিক্ত যাত্রী নেওয়ার পরও কেন ছেড়ে দেওয়ার হচ্ছে না, জানতে চাইলে লঞ্চটির সুপারভাইজার হেমায়েত উদ্দীন বলেন, ‘লঞ্চ ছাড়ার সময় হয়নি। রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে। ভিআইপি যাত্রী আছে, তারা টাইম অনুযায়ী আসে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর