হাওর বার্তা ডেস্কঃ বরাবরই টাঙ্গাইলে ঈদ করেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এবারও ব্যতিক্রম নয় । দুদিন আগেই টাঙ্গাইলে গেছেন ঈদ পালন করার জন্য।তবে এখন আর ঈদ যেন সেভাবে খুশীর বার্তা নিয়ে আসেনা ।ধর্মীয়ভাবে বাড়ীতে থেকে যেটুকু পালন করা যায় সেটুকুই। আগে ঈদ মানেই ছিল বন্ধু-বান্ধব, নেতাকর্মী ,আত্মীয় স্বজনের মিলনমেলা, একজন আরেকজনকে বুকে টেনে নিয়ে কোলাকোলি করা এক সঙ্গে বসে খাওয়া-দাওয়া করা। এবার কোরবানী ঈদ সহ চারটি ঈদ করোনার কারনে আমরা সেইভাবে পালন করতে পারলামনা। এবারও ঈদের দিনটি ঘরে বসেই কেটে যাবে কোথাও বের হবেননা বলে জানান কাদের সিদ্দিকি। বঙ্গবীর বলেন , করোনা শুরু হওয়ার পর থেকে এখন তো আর ঈদগাাঁহে ঈদ জামাত হয়না।মসজিদেই ঈদের নামাজ হয়।আমার বাড়ীর সঙ্গে লাগানো মসজিদ ।আমি ঘরে বসেই ঈদ জামাতে সামিল হবো। এর পরে কোরবানী হবে।
ফোনে যতটুকু পারি সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা আদান-প্রদান করবো।আমি গ্রাম্যলোক ইলেকট্রনিক ডিবাইজ চালাতে পারিনা।এ কারনে হোয়াটস্অ্যাপ বা ম্যসেঞ্জারে কাউকে ভিডিও কলে শুভেচ্ছা জানাতে পারিনা।এবার ঈদে আমার একটাই প্রত্যাশা আল্লাহ যেন মানুষকে সকল বালা-মুসিবৎ থেকে দূরে রাখে।মানুষকে সুস্থ্য রাখে। করোনার প্রায় দুবছর হতে চলেছে তারপরও তো করোনা চলে যাচ্ছেনা ।তারমানে আমরা আল্লাহ্র কাছে সেইভাবে চাইতে পারিনা। বাংলাদেশের রাজনীতি সর্ম্পকে কাদের সিদ্দিকী বলেন,বর্তমান বাংলাদেশ রাজনীতি শূন্য। মানুষের জীবনের চেয়ে তো রাজনীতি বড় হতে পারে না ।তবে রাজনীতিহীন বাংলাদেশে যা যা ঘটার কথা তাই ঘটছে। এদেশে এখন আর মানুষের ইচ্ছার কোন মূল্য নেই। এ অবস্থা আর বেশীদিন থাকবেনা । বাংলাদেশ একদিন সুস্থ হবে ।সাড়া পৃথিবীও সুস্থ হবে আর স্বস্তি ফিরে আসবে ।বাংলাদেশেও স্বস্তি ফিরে আসবে ।আজ হোক আর কাল হোক মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে । মানুষের ইচ্ছা অনুয়ায়ী দেশ সেভাবে চলবে।
সংবাদ শিরোনাম
মানুষের জীবনের চেয়ে রাজনীতি বড় হতে পারে না
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- ১৫২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ