হাওর বার্তা ডেস্কঃ শ্রাবণ মানে সারাদিন মেঘে ঢাকা আকাশ। সকাল থেকে রাত অবধি রিমঝিম বৃষ্টি। প্রেম, ভালবাসা, কবিতা, গান কত কিছু রচিত হয়েছে শ্রাবণ ঘিরে। মাসটির প্রকৃতি নিয়ে বাংলা সাহিত্যে যত কবিতা, গল্প লেখা হয়েছে অন্য কোন মাসের প্রকৃতি বর্ণনায় তা স্থান পায়নি।
শহুরে জীবনের বৃষ্টিময় শ্রাবণের সন্ধ্যাটা যেন সবার ভাল লাগার একটা মুহূর্ত। কিন্তু শ্রাবণের সেই চিরচেনা বৈশিষ্ট্য যেন আর নেই। বৃষ্টি নেই, মেঘ নেই, প্রকৃতিতে চলছে একটানা দাবদাহ। তা থেমে থেমে এখনও চলছে। এবারে যে তাপপ্রবাহ প্রকৃতিতে বয়ে যাচ্ছে তা নিকট অতীতে দেখা মেলেনি।
শ্রাবণের প্রথমেও দাবদাহে জীব ও প্রকৃতি যেন অতিষ্ঠ হয়ে পড়ছে। শুধু শ্রাবণ নয়, পুরো ষড়ঋতুতেই প্রকৃতি যেন খেয়ালি আচরণ করছে। ঋতুবৈচিত্র্যের ধরন পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। শীতকালে শীতের দেখা পাওয়া যাচ্ছে না। বর্ষায় বৃষ্টিও হচ্ছে না।
শীত শেষে অকাল বৈশাখীর দাপট বয়ে যাচ্ছে। গ্রীষ্ম আসার আগেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। বর্ষায় এসে বজ্রপাতে মানুষ মরছে। শ্রাবণের আকাশ মেঘে ঢাকা থাকছে না। দাবদাহে অতিষ্ঠ মানুষ।প্রকৃতিও উল্টাপাল্টা আচরণে অগ্রসর হচ্ছে।