হাওর বার্তা ডেস্কঃ লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে রাস্তায় নেমে বিক্ষোভ-সমাবেশ করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা। এতে বিক্ষোভকারীরা ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ বলে শ্লোগান দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আরডিএ মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে ব্যবসায়ী ও কর্মচারীরা বলেন, তারা ১৬ মাস ধরে ঠিকমতো দোকানপাট খুলে ব্যবসা চালাতে পারছেন না। এতে পরিবার নিয়ে দেড় বছর ধরে অসহায় জীবন যাপন করছেন তারা। এই পরিস্থিতিতে এবারও সরকার ঈদ সামনে রেখে কঠোর বিধিনিষেধ দিয়েছে।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ বলেন, হাজার হাজার শ্রমিক নিয়ে পোশাকসহ বড় বড় কল-কারখানা চলতে পারে। তাহলে আমরা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারব না? স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলার দাবি জানাই আমরা।
রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি তাপস মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা যোগ দেন কর্মসূচিতে।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহীতে লকডাউন চলছে। গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে মেয়াদ বাড়ানো হয়।