হাওর বার্তা ডেস্কঃ স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমতিার বিবাহবিচ্ছেদ হয়েছে। এদিকে মধুমিতার নতুন প্রেমের গুঞ্জন উড়ছে টলিপাড়ায়।
‘চিনি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মধুমিতা সরকার ও সৌরভ দাস। এ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে জানা যায়। যদিও তা অস্বীকার করেছেন সৌরভ। এ বিষয়ে মধুমিতার স্বামী বলেন, ‘এই রটনা কতটা সত্যি, কতটা মিথ্যা তা নিয়ে ভাবার সময় আমার নেই। হাতে একের পর এক কাজ। অঞ্জনদার ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। এ ছাড়া আবারো নিজে পরিচালনায় নামছি।’
স্ত্রীকে ঘিরে চলমান গুঞ্জনের প্রভাব তার উপর পড়ে কিনা? জবাবে সৌরভ চক্রবর্তী বলেন, ‘মধুমিতার সঙ্গে আমার যোগাযোগ থাকলে কিংবা বিচ্ছেদের পরও মিলনের কোনো সম্ভাবনা থাকলে এসব খবর প্রভাব ফেলতো। কিন্তু সেই ন্যূনতম সম্পর্কটাও এখন আর নেই।’
‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। তারপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে সংসার পাতেন এই দম্পতি।