হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে হঠাৎ পন্যবাহী যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। টানা সাতদিন শিমুলিয়া ঘাট ফাঁকা থাকার পরে হঠাৎ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ দেখা গেছে । ঈদের আগে লকডাউন খুলছে না এ আশঙ্কায় রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে ছুটছে দক্ষিণ বঙ্গের মানুষ।
শিমুলিয়া ঘাট বিআইডাব্লিউটিসি’র কতৃর্পক্ষ জানান, শিমুলিয়া নৌরুটে ৯টি ফেরি দিয়ে ঘাট স্বাভাবিক রাখা হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, ঘাটে সকালে মানুষের একটু চাপ ছিলো। ফেরি কম চলাতে যানবাহন ও যাত্রী একটু জমে, ফেরি আসলে আবার স্বাভাবিক হয়ে যায়।ঘাটে বর্তমানে গাড়ি ফেরির অপেক্ষায় নেই।