এশিয়া কাপের ফাইনালে খেলার খুব ভালো সুযোগ দেখছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শহিদ আফ্রিদির পাকিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের এই অধিনায়ক।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু পরের দুই ম্যাচে বাংলাদেশ হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি
বাহিনী।
সেই ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না মাশরাফি।
নিজেদের শেষ দুই ম্যাচে সতীর্থরা যেমন ক্রিকেট খেলেছে তার পুনরাবৃত্তি করতে পারলে ফাইনালের খুব ভালো সম্ভাবনা দেখছেন অধিনায়ক।
প্রতিটি জায়গায়ই সুযোগ আছে বলে মনে করেন তিনি। তবে নতুন ম্যাচ হবে কাল। যারা জিতবে তাদেরই ফাইনালে খেলার সুযোগ বেড়ে যাবে। সুযোগটা হাতছাড়া করতে চান না তিনি।
যদিও হার দিয়ে শুরু বাংলাদেশের কিন্তু পরের দুই ম্যাচে জয় পেয়ে সেই ভয়টা কেটে গেছে। তবে পাকিস্তানের প্রতি সমীহের কমতি নেই মাশরাফির।
আমরা নতুন শুরু করেছি, অনেক কিছু চেষ্টা করেছি অনুশীলনে। সেগুলো নিয়েই এগিয়ে যাচ্ছি, বললেন মাশরাফি।