নিজেদের দ্বিতীয় ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল।
সোমবার মিরপুর শের-ই-বাংলা সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হয় ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের সংযুক্ত আরব আমিরাত দলের অধিনায়ক আমজাদ জাভেদ।
আরব আমিরাতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহান
মোস্তাফা ও মোহাম্মদ কালেম। কিন্তু দু’জনে পাকিস্তানী বোলারদের চাপের মুখে বেশিক্ষন টিকতে পারেননি।দলীয় পাঁচ রানের মাথায় পাকিস্তানী বোলার মোহাম্মদ সামির বল উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ ধরা পড়েন আফ্রিদির হাতে। দলীয় রান পাঁচ থাকতেই পরের ওভারে পেসার আমিরের বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন কালেম। মাঠ ছাড়ার আগে তার ব্যাক্তিগত সংগ্রহ ছিল ১। এর পর দলীয় ১২ রানের মাথায় মোহাম্মদ শাহজানকেফেরান ইরফান।সর্বোশেষ উইকেটটির পতন ঘটে ৪১ রানের মাথায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ১২.২ বলে ৫৯ রান।
উইকেট পড়েছে ৪টি।
মাঠে রয়েছেন উসমান মোস্তাক (৯) ও মোহাম্মদ উসমান (২)।