রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ। শনিবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করতে আনেন জেলে জয়নাল হলদার।
এ সময় মাছটি ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ৩১ কেজি ৫০০ গ্রাম। ওই সময় ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেন। পড়ে তিনি মোবাইল ফোন ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ করে ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১শ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায় বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। ফলে ভাগ্য খুলেছে জেলেদের। আজ তিনি ১২৫০ টাকা কেজি দরে ৩১ কেজি ৫শ গ্রাম ওজনের একটি বাগাইড় ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১শ টাকায় ঢাকায় বিক্রি করেছেন।
তিনি আরও জানান, জয়নাল হালদারের জালে ভোরে বাগাইড় মাছটি ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়লে সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনেন। ওই সময় বড় মাছ দেখতে ভিড় করেন অনেকে।