সাত দিনের সফরে চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতে হতো তাকে।