হাওর বার্তা ডেস্কঃ জাটকা সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দু’মাসের নিষেধাজ্ঞার পর আজ থেকে নদ-নদীতে ইলিশের অভয়াশ্রমগুলোয় শুরু হয়েছে মাছ ধরা।
গত মধ্যরাত থেকেই চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, শরীয়তপুরের জেলেরা ট্রলার ও নৌকা নিয়ে নদীতে নামেন। সকালে মৎস্য ঘাটে ফিরতে শুরু করে নৌকাগুলো।
জেলেরা জানিয়েছেন মেঘনা, তেঁতুলিয়া, আন্ধারমানিকসহ নদ-নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মেলেনি।
জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাগরের মোহনা ও নদ-নদীতে ইলিশের অভয়াশ্রমগুলোয় মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এসময়টায় নিবন্ধিত জেলেদের ৪০ কেজি করে চাল দেয়া হয়।