একইদিনে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মৃত্যু করোনায়

হাওর বার্তা ডেস্কঃ মহামারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) ও শেখ ইউনুস আলী।

(২৫ এপ্রিল) সকালে মারা যান নাজমুল হাসান। বিকেলে মারা যান আইনজীবী শেখ ইউনুস আলী। দুজনেই রাজধানীর বেসরকারি দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাজমুল হাসানের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বারিধারার ডিওএইচএস জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।

অপরদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, আইনজীবী শেখ ইউনুস আলী করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর