ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মানবতার কল্যাণে নিরন্তর ছুটে চলা আইনজীবী ফারহাত জাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এমন স্লোগান বাস্তবায়নে নিরন্তর ছুটে চলছেন তিনি। কখনো একা, কখনোবা সঙ্গে স্বজন বা পরিচিত কেউ। রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজে খুঁজে বের করছেন গরিব অসহায় দিনমজুর মানুষদের। যাদের সাধ্য নেই দিনের তিন বেলা পেট পুরে দুমুঠো খাওয়ার। এমন সব মানুষের পাশে দাঁড়াচ্ছেন আইনজীবী ফারহাত জাহান শিরিন।

শুধুমাত্র অসহায় বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াবেন বলেই তাদের কয়েক ভাইবোনের উদ্যোগ। আমেরিকা ও দুবাই প্রবাসী ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো করছেন তিনি। প্রতি রমজানের আগে বস্তাভর্তি চাল, ডাল, খেজুর, তেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন অসহায় মানুষের হাতে। দেখে দেখে খুঁজে খুঁজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করছেন।

২০০৩ সালে ৮০ জন মিসকিনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে ফারহাত জাহান শিরিন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সামাজিক এ কাজটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে এই আইনজীবী বলেন, এবারের রমজানে ২৫ কেজি চাল, ছোলা ডাল ২ কেজি করে, চিনি ২ কেজি, শরবত ১ বোতল (রুহ আফজা), ১ কেজি খেজুর, ২ কেজি লবণ, ২ কেজি পিয়াজ ও ২ কেজি আলুর সমন্বয়ে বস্তা বা প্যাকেট তৈরি করে ৪০০ মানুষের হাতে তুলে দিয়েছেন তারা। গতবছর করোনার মধ্যে ১২০০ জনকে তারা প্যাকেট দিতে পেরেছিলেন।

কোন কোন এলাকায় বিতরণ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্বাচল, পল্টন, কাকরাইল, হাইকোর্ট, ফার্মগেট, মহাখালি, এয়ারেপোর্ট, কালসি আশুলিয়া, মিরপুর ১, ২ ১০ ১১ ১২ ১৩ ১৪ মোহাম্মাদপুর, উত্তরার দক্ষিণ খান, মানিকগঞ্জ সাটুরিয়া, ধামরাই এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেছি।

তিনি বলেন, এ কাজে আর্থিকভাবে সহয়োগিতা করছেন আমার ভাই আমেরিকা প্রবাসী সৈয়দ মুহাম্মাদ আব্দুল হক, আবুধাবি প্রবাসী সৈয়দ আসাদ আলী, আমার ছেলে কানাডা প্রবাসী এসএম মহায়মিন আহমেদ (সাঈদ)। এছাড়া এ কাজে সহযোগিতা করেছেন ফারহাত জাহান শিরিনের স্বামী এসএম মকবুল আহমদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মানবতার কল্যাণে নিরন্তর ছুটে চলা আইনজীবী ফারহাত জাহান

আপডেট টাইম : ১০:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এমন স্লোগান বাস্তবায়নে নিরন্তর ছুটে চলছেন তিনি। কখনো একা, কখনোবা সঙ্গে স্বজন বা পরিচিত কেউ। রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজে খুঁজে বের করছেন গরিব অসহায় দিনমজুর মানুষদের। যাদের সাধ্য নেই দিনের তিন বেলা পেট পুরে দুমুঠো খাওয়ার। এমন সব মানুষের পাশে দাঁড়াচ্ছেন আইনজীবী ফারহাত জাহান শিরিন।

শুধুমাত্র অসহায় বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াবেন বলেই তাদের কয়েক ভাইবোনের উদ্যোগ। আমেরিকা ও দুবাই প্রবাসী ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো করছেন তিনি। প্রতি রমজানের আগে বস্তাভর্তি চাল, ডাল, খেজুর, তেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন অসহায় মানুষের হাতে। দেখে দেখে খুঁজে খুঁজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করছেন।

২০০৩ সালে ৮০ জন মিসকিনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে ফারহাত জাহান শিরিন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সামাজিক এ কাজটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে এই আইনজীবী বলেন, এবারের রমজানে ২৫ কেজি চাল, ছোলা ডাল ২ কেজি করে, চিনি ২ কেজি, শরবত ১ বোতল (রুহ আফজা), ১ কেজি খেজুর, ২ কেজি লবণ, ২ কেজি পিয়াজ ও ২ কেজি আলুর সমন্বয়ে বস্তা বা প্যাকেট তৈরি করে ৪০০ মানুষের হাতে তুলে দিয়েছেন তারা। গতবছর করোনার মধ্যে ১২০০ জনকে তারা প্যাকেট দিতে পেরেছিলেন।

কোন কোন এলাকায় বিতরণ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্বাচল, পল্টন, কাকরাইল, হাইকোর্ট, ফার্মগেট, মহাখালি, এয়ারেপোর্ট, কালসি আশুলিয়া, মিরপুর ১, ২ ১০ ১১ ১২ ১৩ ১৪ মোহাম্মাদপুর, উত্তরার দক্ষিণ খান, মানিকগঞ্জ সাটুরিয়া, ধামরাই এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেছি।

তিনি বলেন, এ কাজে আর্থিকভাবে সহয়োগিতা করছেন আমার ভাই আমেরিকা প্রবাসী সৈয়দ মুহাম্মাদ আব্দুল হক, আবুধাবি প্রবাসী সৈয়দ আসাদ আলী, আমার ছেলে কানাডা প্রবাসী এসএম মহায়মিন আহমেদ (সাঈদ)। এছাড়া এ কাজে সহযোগিতা করেছেন ফারহাত জাহান শিরিনের স্বামী এসএম মকবুল আহমদ।