পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির কাতল

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন সাড়ে ২৪ কেজি।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাঝ পদ্মায় জেলে মোশারফ হালদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে পারে আনলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার সকালে পদ্মা নদীর মাঝখানে জাল ফেলে জেলে মোশারফ হালদার। এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পড়ে।

পরে আড়তে ডাকের মাধ্যমে এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা কেজি দরে মোট চল্লিশ হাজার চারশত পঁচিশ টাকায় কিনে নেয়া হয়েছে। মাছটিকে বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, নদীতে এখন মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে ২৪ কেজি ওজনের কাতলা মাছ খুব বেশি ধরা পড়ে না। এটি অবশ্যই ভালো খবর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর