বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। কিন্তু এবার নিজের মন্তব্য যে সঠিক ছিল সেটার প্রমাণ পেলেন দিয়েগো ম্যারাডোনা। ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে নিয়ে প্রায় ঝাঝালো মন্তব্য করেন তিনি। আর্জেন্টিনার এ কিংবদন্তি ফুটবলার দু’দিন আগেও তাকে ‘স্বৈরাচার’ বলে অভিহিত করেন। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফাকে তিনি শয়তানের আখড়াও বলেছেন। সেই ফিফাই এখন পড়েছে বিপাকে। আর েেত দারুণ খুশি ম্যারডোনা। দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ফিফার ভাইস-প্রেসিডেন্টসহ ৭ জনকে আটক করেছে সুইজারল্যান্ডের পুলিশ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’-এর অনুরোধেই জুরিখের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। এখন শুধু সত্য প্রকাশ হওয়ার অপক্ষোয়। আর এইফবিআই’-এর এমন পদক্ষেপে দারুণ খুশি ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি ফিফার বিপক্ষে কথা বলতাম বলে অনেকে আমাকে পাগল বলতো। কিন্তু এখন তারা দেখুক- কে পাগল! এফবিআই প্রমাণ করে দিয়েছে, আমি যা বলেছিলাম তাই সত্যি। আমি পাগল নই। তারা দারুণ একটি কাজ করেছে। এখন শুধু ফিফার ওই কর্মকর্তাদের দুর্নীতি ও ঘুষ গ্রহণের ঘটনা প্রকাশের অপেক্ষায়।’ তিনি আরও বলেন, ‘সত্য সব সময় সত্য। আমি সত্য বলতেই থাকবো। ফিফার দুর্নতির কথা আমি কী বলবো? তারা আফ্রিকার বঞ্চিত শিশুদের ফুটবল ক্যাম্পেইনের নামে মিলিয়ন মিলিয়ন ডলার মেরে খেয়েছে। নিপীড়িদ শিশুদের সঙ্গে তামাশা করেছে তারা।’ ফিফার প্রেসিডেন্ট পদে এবার লড়বেন শুধু দু’জন- সেপ ব্লাটার ও জর্ডানের প্রিন্স আলী বিন হুসাইন। প্রিন্স আলীকে আগেই সমর্থন দিয়েছেন ম্যারাডোনা।
সংবাদ শিরোনাম
প্রমাণ হলো-আমি পাগল নই : ম্যারাডোনা
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
- ৩৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ