অ আ বর্ণমালার ভালোবাসা বাসি ড.গোলসান আরা বেগম

ড. গোলসান আরা বেগম
শহিদ মিনার অমর একুশ গর্বে ভরা অহংকার
করেছে জয় রক্ত দিয়ে সাহসি সন্তান বাংলার
রক্তে গড়া এমন ইতিহাস বলতো আছে কার
শিশুর মুখে যত হাসি সবই অ আ বর্ণমালার।
তারুণ্যের যত দু’চোখ ভরা স্বপ্নের কল্পনা
বাংলা ভাষা রং পেন্সিলে অাঁকে আল্পনা
গল্প দাদু শুনায় মজার গল্প বাংলা ভাষায়
গল্প কথার স্বপ্ন বাবু এই ভাষাতেই হাসায়।
আলপথে যখন হাঁটতে থাকি শুনি পাখীর গান
কি মধুর সুখ ছড়ানো জুড়ায় হৃদয় প্রাণ
একলা হাসি বুক ভরে ফাটা হাসি তে থামি
গান শুনি কবিতা শুনি সারেগামায় নামি।
আমার দেশের পাখির নাম ফুলের নাম বাংলায়
নিয়ন লাইটে লাল নীল কতো নাম দেখা যায়
বাংলা আমার সুখ দুঃখের কথা বলে বেড়ায়
এই ভাষা এই ভাষার দেশ ছেড়ে যাবো কোথায়।
বাংলা ভাষায় নায়ের মাঝি গায় গান জারি সারি
এই ভাষাতে হেসে খেলে মাটিতে দেই হামাগুড়ি
রক্ত দিয়ে কোন জাতি করেছে তার ভাষার জয়
দেখে বলো কেউ আছে কি, এমন সাহসী ভুবনময়
অ আ দিয়ে শুরু আমার বাংলা ভাষার বর্ণমালা
ঢোল তবলা তালে লয়ে বাজায় সুরের কথামালা
মায়ের আদর দুধ ভাত খাওয়া ভালোবাসা বাসি
যেন ঘুমন্ত ফুলে ঢেউ দোলানো প্রাণ ভুলানো হাসি।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর