পঞ্চগড়ে মৃত নীলগাই উদ্ধার

 

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৃত অবস্থায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় ওই নীলগাইটি উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন  বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই শ্বাসকষ্টে নীল গাইটি মারা যায়। পরে আমরা বনবিভাগের কাছে নীলগাইটি মরদেহ হস্তান্তর করি।

এ বিষয়ে বনবিভাগ দিনাজপুর বিভাগীয় প্রধান বশিরুল আল মামুন  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে নীলগাইটিকে। নীলগাইটির ময়নাতদন্তের পরে রিপোর্টে জানা যাবে কি কারণে মারা গেছে। আর নীলগাই বাংলাদেশের একটি বিলুপ্ত প্রজাতির প্রাণি৷ বাংলাদেশে তেমন দেখা না গেলেও ভারতের কিছু কিছু জায়গায় দেখা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর