বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে আজ বৃহষ্পতিবার দুপুরে প্রায় দেড় হাজার কেজি চায়ের পাতা ও সুপারি জব্দ করা হয়েছে।
নেত্রকোণা বিজিবি ৩১ ব্যাটালিয়নের উপ অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের অধীনস্থ একটি দল কলমাকান্দা সীমান্তের কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়। কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহাজাহান মৃধার নেতৃত্বে ৮ সদস্যের টহল দল সীমান্ত পিলার ১১৭৩/৮-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঠালবাড়ী এলাকা থেকে ১,৪৩৫ কেজি ভারতীয় চা পাতা এবং ২,০০০ পিস সুপারি জব্দ করে। জব্দকৃত মালামলের আনুমানিক মূল ৩ লক্ষ ৬৪ হাজার ৭৫০ টাকা।
জব্দকৃত চা পাতা সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং সুপারি নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। এসময় কোন চোরাকারবারী আটক করতে পারেনি বিজিবি’র টহল দল।